এবার 'উৎসব' নয়, কেবল মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন মুদিয়ালী পুজো কমিটির সদস্যরা
কলকাতা: দক্ষিণ
কলকাতার বারোয়ারি পুজোগুলির অন্যতম মুদিয়ালি ক্লাব৷ প্রতিবারই বহু মানুষের ভিড় দেখা
যায় এই পুজোকে কেন্দ্র করে৷ যদিও এবার এই পুজোর ছবি একটু আলাদা। সম্প্রতি আরজি কর কাণ্ডের
প্রতিবাদ জানিয়ে বেশিরভাগ পুজো কমিটিই এবার উৎসবের বদলে কেবল মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর ৯০ বছরে পদার্পণ করল দক্ষিণ
কলকাতার এই ক্লাব। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আরজি কর কাণ্ডের পর তা রীতিমত বদলে
গিয়েছে। প্যান্ডেলসজ্জা থেকে শুরু করে দেবী
প্রতিমা তৈরির কাজ বেশ কিছুদিন আগে শুরু হলেও এবার উৎসবের বদলে, কেবলমাত্র আচার মেনেই
একেবারে সাদামাটাভাবে পুজো হবে মুদিয়ালিতে।
উল্লেখ্য, থিম ভাবনা নিয়ে ক্লাবের সদস্যরা জানান
যে, ত্রি-মাত্রিকে থাকছে ব্রহ্মাণ্ডের তিন রূপের বর্ণনা। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের
রূপ ত্রিমাত্রিক, অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বর। তবে প্রতিমা হচ্ছে একেবারে একচালায়
সাবেকি রূপ।
মুদিয়ালী ক্লাব সূত্রে খবর, দর্শনার্থী বিশেষ করে
মহিলা, বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতেই মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা। আগে
শুধু মণ্ডপের ভিতরেই সিসিটিভি রাখা হত, তবে এবার প্যান্ডেলের যেই তিনটি প্রবেশ পথ রয়েছে
সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলেই খবর। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে
যে, অন্যান্য বছর যেরকম সাড়ম্বরে দুর্গোৎসব পালন করা হয় এই বছর তেমনটা হবে না। উৎসব
নয়, এবারে শুধুই পুজো করা হবে। আরজি করের পাশাপাশি সম্প্রতি রাজ্যে যে বন্যা পরিস্থিতি
হয়েছে সেখানেও পুজোর খরচে কাঁটছাট করে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলেই জানিয়েছেন পুজো
উদ্যোক্তারা।
Article by: শুভদীপ রায় চৌধুরী