এবারও বিশেষ চমক শ্রীভূমির পুজোয়, ডিজনিল্যান্ডের পর এবার কি থিম?

0

 এবারও বিশেষ চমক শ্রীভূমির পুজোয়, ডিজনিল্যান্ডের পর এবার কি থিম?

কলকাতা: রথযাত্রা মিটে গিয়েছে, এখন দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আট থেকে আশি সকলেই উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমন ভাবেই ধীরে ধীরে সেজে উঠছে বারোয়ারি মণ্ডপগুলি। সাবেকি পুজোর পাশাপাশি লড়াই দিতে তৈরি থাকে থিম পুজোগুলিও। আর পুজো উদ্যোক্তাদের একের সঙ্গে অপরকে টেক্কা দেওয়ার বিষয়টি কলকাতায় নতুন নয়। তিলোত্তমার বারোয়ারি পুজোগুলির অন্যতম লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমি। চলতি বছর কোন থিমে সাজতে চলেছে তাদের মণ্ডপ? ইতোমধ্যেই চলতি বছরের পুজোর থিম জানিয়ে দিল এই ক্লাব।


কলকাতা: প্রসঙ্গত, রথযাত্রার দিন শ্রীভূমি স্পোর্টিং এর খুঁজিপুজো অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে তৈরি হবে এবারের পুজো মণ্ডপ। আলোর কারুকার্যেও বিশেষ আকর্ষণ থাকতে চলেছে বলেই খবর। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,  বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরও অনেকেই। পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এদিন সংগীত পরিবেশন করেন। এদিন অনেকের হাতেই গজা এবং মিষ্টি তুলে দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আর স্বাভাবিকভাবেই শ্রীভূমির এবারের পুজোর বাজেট কত, তা নিয়েও প্রশ্ন উঠছেই। কিন্তু, এই নিয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। পুজোর পর অডিটে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই খবর।


কলকাতা: উল্লেখ্য, গতবার ডিজনিল্যান্ডের থিমে সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। আর লক্ষ লক্ষ দশনার্থীদের কাছে এখন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি, প্রতিবারই নিত্য নতুন চমক দিতে ভুল করেননা পুজোর উদ্যোক্তারা। অষ্টমী, নবমীর  দিনগুলিতে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুজো কর্তাদের। এবছরও ভিড় মোকাবিলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এমনকি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে সমস্ত গেটেই। এর পাশাপাশি প্রবেশ এবং মণ্ডপ থেকে বার হওয়ার জন্য উপযুক্ত গেট করা হবে, যাতে ভিড়ে কোনও সমস্যা না হয়।

Article by: শুভদীপ রায় চৌধুরী

Post a Comment

0Comments

Post a Comment (0)